Paroles de Ke Jai

Nachiketa Chakraborty
কে যায়!,
অ্যালবাম: কে যায়!
সাল: ১৯৯৪
দিনকে রাত করে,
রাত্রিকে দিন,
সময় তবলায় বাঁজিয়ে তা
ধিন
কৌমার্য হরণ ফুলশয্যায়-
তবুও কনে দেখা মেঘে
সন্ধ্যায়।
দেখা বা না দেখায় মিশে
একাকার
রেসের মাঠে কভু মহা
শনিবার
পঁচিশে বৈশাখ সৃষ্টি
মিছিলে
শ্যাম্পেন সূধা আকন্ঠ
গিলে
আতলামি সম্বল কথা
মালায়,
ধরণী দ্বিধা হয় সে
লজ্জায়!
আইগুম বাইগুম তাড়াতাড়ি
যদু মাস্টার
শ্বশুরবাড়ি।
শ্বশুরবাড়ি ভারি মজা,
শ্বশুর ব্যাটার মাথায়
বোঝা।
পণের টাকা যোগাড় করে
শুধছে সে ধার বছর ধরে।
গোঁদের ওপর বিষের
ফোঁড়া,
জামাই ষষ্ঠী'র ইলিশজোড়া
তবু শ্বশুর মনটা কালো
যদু আমার মাস্টার ভালো
ছাত্র পড়ায় কড়া শাষণ
শেখায় সে নীতিকথার
ভাষণ।
চুরি বা শ্রম চুরি
যাহোক এবার
কোনটা জোচ্চুরি আসল
ব্যাপার!
সমাজতন্ত্রের ছাতার
তলায়-
ওই দম্পতি কেন বাসর
সাজায়?
না, তবুও ভালবাসা,
না, সত্যিকারের আশা
শুধু তোমাকে ভালবাসি
শুধু তোমার মধুর হাসি
পুরনো একথাও গানের মত
চেনা চেনা স্লোগানের মত
বিশ্বাসহীনতায় কে
বাঁচতে চায়
বিশ্বাস বোঝায় যেন
কন্যাদায় .
হোক না যত বাড়াবাড়ি
হোক না যতই মারামারি
হোক না যতই বম
ব্লাস্টিং
সংবাদপত্রে নেইম
কাস্টিং
ভোটের সময়
হাল্লাগুল্লা
গানের বিষয় রসগোল্লা!
অমুক কুমার তমুক কুমার,
সাত, ছেলের বাপ
চিরকুমার!
দেশটা চালায় ডন মাফিয়া
দূর্নীতি রাজনীতি
পরকীয়া
ডানে মন্ত্রী বাঁয়ে
মন্ত্রী-
মন্ত্রী তো নয়
ষড়যন্ত্রী!
InterprèteNachiketa Chakraborty
LabelIUS
Paroles ajoutées par nos membresParoles ajoutées par nos membres