Paroles de Ei Besh Bhalo Achhi

Nachiketa Chakraborty
এই বেশ ভাল আছি
এই বেশ ভাল আছি। এই বেশ
ভাল আছি।
এই বেশ ভাল আছি, কর্ম কাজ
নেই, গাড়ি ঘোড়া কিছু
নেই,
অফিস কাছারি নেই,
হাজিরা কামাই নেই,
শব্দ বা পরিবেশ দূষণ
বালাই নেই,
সময় দেই না বলে তেলে
বেগুণ জ্বলে গিন্নীর
রাগ নেই,
টেলিফোনে ডাক নেই,
শহরেতে কারফিউ, লোকজন
কেউ নেই,
এক-চার-চার ধারা,
ফুটপাথে থাকে যারা, কেউ
কোথ্ থাও নেই,
নেই নেই কিছু নেই, তবুও
তো আছে কিছু, বলতে যা
বাধা নেই-
দু নয়নে ভয় আছে, মনে সংশয়
আছে,
ঐ ধর্মের বাঘ হেসে, আবার
উঠোনে এসে,
আশ্রয় চেয়ে যায়
মানুষেরই কাছে।
তাই, ভয় আছে
দু নয়নে ভয় আছে, মনে সংশয়
আছে।
ভেঙে গেলে জোড়া যায়
মন্দির মসজিদ,
ভাঙা কাঁচ, ভাঙা মন যায়
না,
রাম আছে, শ্যাম আছে,
কোরাণী সেলাম আছে,
রক্তলোলুপ কিছু হয় না।
এদেশ টা ফাঁকা আছে,
বিদেশের টাকা আছে,
ধর্ম না গ্রাস করে
আমাদের পাছে।
তাই, ভয় আছে
দু নয়নে ভয় আছে, মনে সংশয়
আছে।
এই বেশ ভাল আছি। এই বেশ
ভাল আছি।
এই বেশ ভাল আছি, ভাবার
সময় আছে, তবুও ভাবনা নেই,
পার্কে তে ঘোরা নেই,
সিনেমায় যাওয়া নেই,
উঠতি যুবকদের যাতনার
সীমা নেই,
শিহরণ আনে প্রেমে এমন
বাতাস নেই,
যুবতীর কটাক্ষ, চীরে
দেয় এ বক্ষ, হায়রে এমন
দিনে
সেই অবকাশ নেই, চাল নেই,
ডাল নেই, পয়সার দাম নেই,
তবুও টিভির স্ক্রীনে
খেলার বিরাম নেই।
নেই নেই কিছু নেই, তবুও
তো আছে কিছু, বলতে যা
বাধা নেই-
দু নয়নে ভয় আছে, মনে সংশয়
আছে।
InterprèteNachiketa Chakraborty
LabelIUS
Paroles ajoutées par nos membresParoles ajoutées par nos membres

Les internautes qui ont aimé "Ei Besh Bhalo Achhi" aiment aussi :